নপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
বিরল, দিনাজপুর।
স্মারক নং- ০৫.৫৫২৭১৭.০০০.০৮.০১০.১৩.১১৪৯(১৩)
তারিখ- ০৫/০৭/২০১৮ ইং
বিরল উপজেলার বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি-(সংযুক্ত)
শর্তাবলীঃ
১। আবেদনকারীর বয়স ১৮-৩৫ বছর হতে হবে।
২। এস.এস.সি বা সমমান হতে হবে।
৩। কম্পিউটার দক্ষতা(এসএস ওয়ার্ড) টাইপিং (বাংলা ও ইংরেজি) এবং ইন্টারনেট সম্পর্কে ধারনা থাকতে হবে।
৪। শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি।
৫। নাগরিকত্বের সনদপত্র(পরিচয়পত্র)
৬। জাতীয় পরিচয় পত্র(আইডি কার্ড)
৭। চারিত্রিক সনদ পত্র।
৮। ২কপি পাসপোর্ট সাইজের ছবি।
৯। নিজস্ব কম্পিউটার/ল্যাপটপ থাকতে হবে।
আবেদকারীকে অবশ্যই আগামী ১৫/০৭/২০১৮ ইং তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, বিরল দিনাজপুর বরাবর কাগজ জমা দিতে হবে।
প্রচারে/সহযোগীতায়
মোঃ আকতারুল ইসলাম
ইউনিয়ন ডিজিটাল সেন্টার
আজিমপুর, বিরল, দিনাজপুর
01737332795
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস